Subscribe Us

আসানসোল উত্তর বিধানসভা আসনে ফাটল ধরলো সংযুক্ত ফ্রন্টের জোটে


নিলেশ দাস,আসানসোল:- আই এস এফ কে আসানসোল উত্তর বিধানসভার আসন দেবার প্রতিবাদে ফাটল ধরলো সংযুক্ত ফ্রন্টের জোটে। আসন্ন বিধানসভাতে বামফ্রন্ট, কংগ্রেস এবং সদ্য তৈরী হওয়া আই এস এফের সাথে সংযুক্ত ফ্রন্টের জোট ঘোষণা হবার পর আসন রফা হয়। আসন রফাতে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভার আসন আই এস এফ কে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে আসানসোল ব্লক জাতীয় কংগ্রেসের কর্মীরা ক্ষুব্ধ, মঙ্গলবারের পর বুধবার আসানসোল ব্লক জাতীয় কংগ্রেসের কর্মীরা সভাতে বসে আসানসোল উত্তর বিধানসভার আসনে নির্দল প্রার্থী হিসাবে নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন। বুধবার দুপুরে জাতীয় কংগ্রেসের আসানসোল দক্ষিণের ব্লক সভাপতি সাহ আলম খান জানান সম্প্রতি ব্রিগেডের সংযুক্ত মোর্চার জনসভাতে রাজ্য সভাপতি অধীর চৌধুরী স্পষ্ট জানিয়েছিলেন তাদের জোট বামফ্রন্টের সাথে হয়েছিল তারা আই এস এফ এর সাথে কোন আসন সমঝোতা করবে না। আসানসোল উত্তর বিধানসভাতে আই এস এফ  আসন দেওয়াকে মানছেন না, অন্যান্য আসনে বামফ্রন্টের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও আসানসোল উত্তর বিধানসভার আসনে তারা আই এস এফ এর প্রার্থীকে সমর্থন করবে না।

Post a Comment

0 Comments