Subscribe Us

দলীয় প্রচারের সাথে সাথে দোল উৎসবে মাতলেন বিজেপি প্রার্থী অগ্নী মিত্রা পলনীলেশ দাস,আসানসোল:-দোল উৎসবকে ঘিরে দলীয় প্রচারের সাথে সাথে দোল খেলায় মাতলেন আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপির প্রার্থী অগ্নী মিত্রা পাল ।এদিন তিনি আসানসোল বিএনার মোড় থেকে আসানসোল শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে দোল ও আবির খেলে একে অপরকে আবির  মাখিয়ে এই উৎসব পালন করেন ,এদিন তিনি এলাকার মানুষকে বার্তা দেন যে এই উৎসব সাধারণ মানুষের এক বিশেষ উৎসব সকল ধর্ম নির্বিশেষে একে অপরকে আবির মাখিয়ে এই উৎসবে মেতে ওঠেন আর আমরাও শহরের বিভিন্ন অংশে মহিলা পুরুষ সকলে একত্রিত হয়ে এই দোল খেলায় মেতেছি ।তিনি যদিও এই উৎসবকে রাজনীতির প্রচার বলে মনে করছেন না।তিনি এই দোল উৎসবের মধ্যে দিয়েও তৃণমূল কে কটাক্ষ করে বলেন যে তৃণমূলের সাম্প্রদায়িক দল অবিরের সাথে বিষ মিশিয়ে মানুষকে বিপর্যস্ত করে রেখেছে তাছাড়া তিনি বলেন এই দুদিন অন্তত সাধারন মানুষকে ও বিজেপির কর্মকদের রেহাই দিন ,এদিন বহু মানুষ এই উৎসবে বিজেপি প্রার্থী তথা আসানসোল ভূমি কন্যা অগ্নিমিত্রা পালের সাথে  আবির খেলায় অংশগ্রহণ করেন ।

Post a Comment

0 Comments