Subscribe Us

বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণ,বোমার আঘাতে আহত এক শিশু, মৃত এক

বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণ। বোমায় আহত দুই শিশু। জানা গেছে; বর্ধমান শহরের রসিকপুরে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে সেগুলি ফেটে যায়। এর ফলে শেখ আব্রাহাম ও শেখ আফরোজ নামে দুই শিশু আহত হয়। দুজনের বয়স বছর পাঁচেক। তাদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেখ আফরোজের পরে হাসপাতালে মৃত্যু ঘটে।এদিন ৩ নং ওয়ার্ডের রসিকপুর এলাকায় রাস্তার পাশে একটি জায়গায় কয়েকটি শিশু খেলা করছিল। সেসময় হঠাৎই পরপর দুটি বিস্ফোরণের আওয়াজ শোনেনে এলাকার মানুষ। তারা এসে দেখেন দুটি শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশ আসে। তারা তদন্ত শুরু করেছে। বোম্ব ডিটেক্টর দিয়ে এলাকা পরীক্ষা করা হয়। যদিও আর কোনোও বোমের হদিশ পাওয়া যায়নি। প্রাথমিকভাবে  এস পি ভাস্কর মুখার্জি জানান; ' আমরা কেস করছি। হাড়ি বা ছোট কলসীর  মত কোনো বস্তুতে একটা কোনো বোমা রাখা ছিল। সেটাকে বল রেখে খেলতে গিয়ে একটি ছেলে মারা গেছে। অন্য একটি ছেলে আহত হয়েছে।' এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Post a Comment

0 Comments