Subscribe Us

কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার লালা ঘনিষ্ঠ ব্যবসায়ীপ্রতিনিধি,দুর্গাপুর:-কয়লা পাচার কাণ্ডে সিআইডির হাতে গ্রেপ্তার হলেন কয়লা পাচার কাণ্ডের মূল পান্ডা লালা ঘনিষ্ঠ ব্যবসায়ী রণধীর সিং। গতমাসে সিআইডির ডিআইজি অজয় ঠাকুরের নেতৃত্বে সিআইডির একটি টিম দুর্গাপুর ও আসানসোলের বেশ কিছু জায়গায় হানা দেয়। যোগাযোগ করেন স্থানীয়দের সঙ্গে, ইসিএল আধিকারিকদের সঙ্গে । 


এরপর গতকাল রাতে অন্ডালের কাজোরা এলাকা থেকে গ্রেফতার করা হয় ব্যবসায়ী রণধীর সিং কে। খনি শ্রমিকদের সঙ্গে কথা বলেই এই ব্যবসায়ীর কথা জানতে পারেন গোয়েন্দারা বলে জানা গেছে।কয়লা উত্তোলন ও পাচারের সঙ্গে জড়িত ছিল এই ব্যবসায়ী রণধীর সিং।আজ তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে রণধীর সিং এর ১০ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দেন আদালত।Post a Comment

0 Comments