Subscribe Us

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে বাম কর্মীদের প্রচারতনুশ্রী চৌধুরী,কাঁকসা:-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে বাম কর্মীদের প্রচার । সংযুক্ত মোর্চার মনোনীত গলসি বিধানসভার ফরওয়ার্ড ব্লক প্রার্থী নন্দলাল পণ্ডিতের সমর্থনে বিভিন্ন এলাকায় চলছে দেওয়াল লিখন ও ব্যানার পোস্টার লাগানোর কাজ। প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা বাম কর্মী শেখ সামসুল বলেন 'সংযুক্ত মোর্চার মনোনীত প্রার্থী ফরওয়ার্ড ব্লকের নন্দলাল পন্ডিত এবার বিপুল ভোটে জয়ী হবেন বলে আসাবাদী তারা। কারণ রাজ্যে তৃণমূল ডিম ভাত খাইয়ে মানুষকে প্রভাবিত করতে চাইছে মানুষ সেটা ভালো করে বুঝে গেছে। অপরদিকে বিজেপিকে একটা ভোট দিবে না কেউ নন্দলাল পন্ডিত এবার বিপুল ভোটে জয়ী হবেন।' জোর কদমে তারা প্রচারে নেমেছেন এবং কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে ভোটের প্রচারে।

Post a Comment

0 Comments