Subscribe Us

রং নয় ফুল ছুঁড়েই হলো দোল উৎসব


সোমনাথ মুখার্জি, অন্ডাল : রবিবার দোল পূর্ণিমা । গোটা দেশে সাড়ম্বরে আজ পালিত হচ্ছে রং-এর উৎসব দোল । দোল বা হোলি নিয়ে বিখ্যাত একটা গান আছে বাংলা সিনেমায় ''খেলবো হোলি রং দেবোনা তাই কখনো হয়"-অর্থাৎ রং ছাড়া হোলির কথা ভাবাই যায় না । কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালো ''কোলফিল্ড সিটিজেন ফোরাম"- নামের একটি সংগঠন । রবিবার সংগঠনের উদ্যোগে উখরায় আয়োজিত হল রং- হীন  অভিনব দোল উৎসব । রং এর পরিবর্তে উৎসবে ব্যবহার করা হলো ফুল । রং এর জায়গায় একে অপরের দিকে ছুড়ে দিল ফুলের পাপড়ি । এদিন উৎসবের সূচনা হয় প্রভাতফেরির মাধ্যমে  উখরার মহন্তস্থল থেকে  গোপীনাথ জিউর মন্দির হয়ে শেষ হয় চাঁদনী বাড়ি দুর্গা মন্দিরে । শোভাযাত্রায় হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সর্বধর্মের মানুষজনের পাশাপাশি মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । ডান্ডিয়া ,রবীন্দ্র নৃত্যের আয়োজন ছিল যা দেখতে রাস্তার দু'পাশে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা । সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় জানান করোনার প্রকোপ ফের মাথাচাড়া দিয়েছে । তাই সংক্রমণ এড়াতে  রং- এর পরিবর্তে ফুল দিয়ে উৎসব পালন করা হয় । উৎসবে সামিল হওয়া সকলকে দেওয়া হয় স্যানিটাইজার ও মাস্ক ।

Post a Comment

0 Comments