Subscribe Us

শনিবার দুপুরে ইসিএলে কোলিয়ারীতে কাজ করার সময় কয়লার চাল ধ্বসে মৃত্যু হল এক শ্রমিকেরনীলেশ দাস,আসানসোল:-শনিবার দুপুরে ইসিএলে সোদপুর এরিয়ার নরসমুদা কোলিয়ারীতে কাজ করার সময় কয়লার  চাল ধ্বসে মৃতু হলো আসানসোল দক্ষিণ থানার ধেমোমেন কোলিয়ারির বাসিন্দা ৫৭ বছরের সাফিক খানের।তার মৃতুর খবর পেয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা ক্ষতিপূরন ও চাকরির দাবিতে বৈঠক করেন। ঘটনাতে তার সহকর্মী বিজয় সিং জানান দুপুরের সময় খনির ভেতর ব্লাষ্ট করা হচ্ছিল,সফিক খান বিস্ফোরক ক্যারিয়ারের কাজ করে এবং সে বিস্ফোরকগুলো লাগাচ্ছিল।বিস্ফোরণের সময় মাত্র তিনজন ঘটনাস্থলে থাকে বাকীদের দূরে থাকতে বলা হয়।ব্লাষ্টের সময় তিনটা ডিনামাইটের মধ্যে দুটো ফুটে না একটা একটু হাল্কা ফুটে, কিছুক্ষণ পর সে আবার ডিনামাইটের তার জুড়তে যাবার সময় হঠাৎ করে একটা কয়লার চাল ধ্বসে পড়ে যাওয়াতে সে চাপা পড়ে যায়। ঘটনাস্থলে আরো তিনজন কর্মী তাকে কয়লা সরিয়ে তাকে উদ্ধার করার পর উপরে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। সফিক খানকে।

Post a Comment

0 Comments