Subscribe Us

গরম থেকে রেহাই মিলল শহর বাসিরবেশ কয়েকদিনের গরমের পর বৃষ্টি নামল। আজ সন্ধ্যায় বর্ধমানের নানা এলাকায় মেঘ করে আসে। তারপর শুরু হয়েছে বৃষ্টি। সাথে রয়েছে ঝোড়ো ঠান্ডা হাওয়া। এই বৃষ্টিতে ভ্যাপসা গরম থেকে রেহাই মিলল।গত কয়েকদিন ধরে গুমোট আবহাওয়া ছিল।তারপর এই বসন্তের বর্ষণ।

Post a Comment

0 Comments