Subscribe Us

আসানসোলে পৌঁছে বার্নপুর প্রান্তিক ক্লাবে কর্মীদের নিয়ে মিটিং করলেন সায়নী ঘোষনীলেশ দাস,আসানসোল:-আসানসোলে প্রথমবার সায়নী ঘোষ এলেন। তার আগেই রানীগঞ্জ এর জেকে নগরে প্রথম প্রচার সারলেন নতুন পদ প্রার্থী সায়নী ঘোষ। পাশাপাশি আসানসোল দক্ষিণ বিধানসভার বার্নপুর প্রান্তিক ক্লাবে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সেই সভা মঞ্চে সায়নী ঘোষ বলেন, অবশ্যই ময়দানে খেলা হবে। সায়নীর সাথে ছিলেন উত্তর বিধানসভার পদ প্রার্থী মলয় ঘটক। পরে নিজের গাড়িতে চাপার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সায়নী ঘোষ কে জিজ্ঞেস করা হয় পার্টির একাংশের বহিরাগত আওয়াজ উঠছে, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, অনেক জায়গায় এই প্রশ্ন উঠলেও বাংলার মেয়েকে কিভাবে বাড়ির মেয়ে করে নিতে হয় সেটি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং প্রার্থীরা ভালই জানেন।

Post a Comment

0 Comments