Subscribe Us

বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী সায়নী ঘোষনীলেশ দাস,আসানসোল:-তৃতীয় দিনে প্রচারে নামলেন আসানসোল দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের পদপ্রার্থী সায়নী ঘোষ। হিরাপুরের ৯৬ নম্বর ওয়ার্ড, ঠাকুর বাড়ি এলাকায় বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারলেন। হিরাপুরের জনপ্রিয় মুখ প্রাক্তন এম এম আই সি লক্ষণ ঠাকুরকে সঙ্গে নিয়ে । মানুষদের সাথে কথা বলেন, বিভিন্ন বিষয় নিয়ে।তবে জেতার বিষয়ে অনেকটাই আশাবাদী সায়নী। অন্যদিকে সায়নী ঘোষকে সাংবাদিকরা মুখোমুখি হয়ে জিজ্ঞাস করলে তিনি জানান,দিদির সৈনিক হিসেবে এসেছি,এখানে প্রত্যেক দিদির সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী দেখতে চাই। সবাই রয়েছে,আমাকে শিখিয়ে নেবেন। সবার সঙ্গে আছি, হাত শক্ত হচ্ছে। আমার তো হচ্ছে,দিদির সবার আগে। সাংবাদিকরা প্রশ্ন করলে,বিজেপি এখনো প্রার্থী দিতে পারিনি,তাহলে কি এক ধাপ এগিয়ে যাচ্ছে তৃণমূল প্রচারে। সায়নী বললেন,এই বিষয়ে আমার কিছু বলার নেই। তার পাশাপাশি আসানসোলের প্রাক্তন এম এম আই সি লক্ষণ ঠাকুর বলেন, তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী দিয়েছে,বিজেপি নিজে ভুল করে যে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি মানুষ মনে রাখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা বুথে বসলেও জিতবে, না বসলেও জিতবে বলে আশাবাদী লক্ষণ ঠাকুরের।এদিন স্থানীয়দের জিজ্ঞাস করলে তারা জানান,জেতার ব্যাপারে আশাবাদী,যেহেতু নিজেরা তৃণমূলে ভোট দি,উনি জিতলেই ভালো হয়। অন্যদিকে সুযোগসুবিধা দিক থেকে জিজ্ঞাস করলে বলে, দিদি অনেকেই সুবিধা দিয়েছে বলে প্রশংসার সাথে জানান।

Post a Comment

0 Comments