Subscribe Us

দিনে দুপুরে ৬ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটলো বরাকরে

নিলেশ দাস, আসানসোল:-দিনে দুপুরে ছিনতাইয়ের ঘটনা ঘটলো কুলটি থানা অন্তর্গত বরাকরে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বরকরের এক ব্যাবসায়ী বিল্ডার্স এন্ড ট্রেডার্স এর কর্ণধার সঞ্জয় মাসকারার এক স্টাফ অমিত শর্মা, টাকা জমা দেওয়ার জন্যে গিয়েছিল ব্যাঙ্ক-এ, সেই সময় একজন টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায়। ব্যাগে প্রায় ৬ লক্ষ টাকা ছিল বলে জানা যায়।ব্যাবসায়ী সঞ্জয় মাসকারা জানান,সকালে স্টাফ খবর দেয় এইরকম ঘটনা ঘটেছে।সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড় রয়েছে। ইউকো ব্যাঙ্ক এর নিচে থেকে ছিনতাই হয়েছে।ব্যাগে ৬ লক্ষ টাকা ছিল বলে জানান। বরাকর ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে।ঘটনার তদন্ত করছে পুলিশ।

Post a Comment

0 Comments