Subscribe Us

রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন এলেন রসিকপুরে,কথা বলেন আহত ও নিহত শিশুর পরিজনদের সাথেরাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন  অনন্যা চক্রবর্তী এলেন রসিকপুরে। আজ সি আই ডি ও ফরেন্সিক দলের ঘুরে যাবার পর শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি এসে পৌছান গতকাল বিস্ফোরণের এলাকায়। এখানে বোমা ফেটে গতকাল দুপুরে এক শিশুর মৃত্যু হয়। আহত হয় আর একটি শিশু। এদিন প্রথমে অনন্যা চক্রবর্তী অতিরিক্ত পুলিশসুপার ও  বর্ধমান থানার আই সি পিন্টু সাহার সঙ্গে হাসপাতালে যান। কথা বলেন আহত শিশুর পরিজনদের সাথে। সেখান থেকে ঘটনাস্থলে আসেন তিনি। ঘুরে দেখেন বিস্ফোরণের জায়গা। নিহত শিশুর বাড়ি যান। তার মায়ের সাথে কথা বলেন। তাকে সমবেদনা জানান।

Post a Comment

0 Comments