Subscribe Us

ব্যাবসায়ী অপহরন কান্ডের মূল অভিযুক্ত গ্রেপ্তার মধ্যপ্রদেশে থেকেনীলেশ দাস,আসানসোল :-ব্যাবসায়ী অপহরণ কান্ডে মুল অভিযুক্ত চন্দন সোনারকে গ্রেফতার করলো সিআইডি।শনিবার ধৃতকে আসানসোল আদালতে পেশ করা হয়।জানা গিয়েছে, চন্দন সোনারকে মধ্যপ্রদেশের সিংহোলি এলাকা থেকে সিআইডির টিম গ্রেফতার করে। জানা গিয়েছে ২০১৯ সালের এপ্রিল মাসে সালানপুরের নাকড়াজড়িয়া এলাকা থেকে এক শিল্পপতি  বরাকরের বাসিন্দা তেজপাল সিং কে অপহরণ করা হয়েছিলো। এই ঘটনার ৩৩ দিন পর মুক্তিপণ দিয়ে শিল্পপতি মুক্তি দিয়েছিলো।এরপর এই ঘটনার তদন্তে নেমে সিআইডি ৬ জনকে গ্রেফতার করেছিলো। ১০ মার্চ মধ্যপ্রদেশের সিংহোলি এলাকা থেকে এই অপহরণ কান্ডের মুল অভিযুক্ত চন্দন সোনারকে সিআইডি গ্রেফতার করে।এদিন ট্রানজিট রিমান্ডে এনে ধৃত চন্দন সোনারকে আসানসোল আদালতে পেশ করা হয়।জানা গিয়েছে ধৃত চন্দন সোনার একাধিক অপরাধ মুলক অভিযোগ রয়েছে।এদিন ধৃত চন্দন সোনারকে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে পেশ করা হয়।আদালতে ১১ দিন সিআইডি হেফাজতের আবেদন জানিয়েছেন সিআইডি। ১১ দিনের পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments