Subscribe Us

বারাবনি বিধানসভায় তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন, সালানপুর পঞ্চায়েতের সদস্যা বিজেপিতে যোগ দিলেননীলেশ দাস, আসানসোল :-পশ্চিম বর্ধমান জেলাতে এবার বারাবনি বিধানসভা এলাকায় সালানপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসে ভাঙ্গন। বুধবার বারাবনি বিধানসভার নুনি মোড়ে বিজেপির দলীয় অফিসে যোগ দিলেন সালানপুর পঞ্চায়েতের সদস্যা যমুনা সমাদ্দার। পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি শিবরাম বর্মনের হাত থেকে বিজেপির দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন। যমুনা সমাদ্দার জানান বিধায়ক এবং তার দলীয় কর্মীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দল ছাড়তে বাধ্য হয়েছেন। তিনি জানান পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি মূখ বুজে সহ্য করতে হয়েছে এতদিন, বিধায়ককে জানিয়ে কোন লাভ হতো না তিনি সব দায়িত্ব তার অনুগামী এবং তার এক ভাইয়ের উপর দিয়ে দিয়েছিলেন তারা পঞ্চায়েতের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করে বেড়াত তিনি সব জেনে চুপ করে থাকতে বাধ্য হতেন। অন্যদিকে বারাবনি বিধানসভার প্রার্থী অরিজিৎ রায় জানান আগামী দিনে বিভিন্ন পঞ্চায়েতের অনেকে যোগ দেবেন।

Post a Comment

0 Comments