Subscribe Us

চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে ফোনের মালিকদের হাতে তুলে দিল হীরাপুর থানার পুলিশ

নীলেশ দাস, আসানসোল:- আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ২০টি মোবাইল ফোন উদ্ধার করে হীরাপুর থানার পুলিশ। প্রকৃত তথ্য যাচাইয়ের মাধ্যমে মোবাইল ফোনের মালিকানাদের হাতে তুলে দেন  হীরাপুর থানার পুলিশ।

অন্যদিকে মোবাইলের মালিক দিলীপ কুমার সিং জানান প্রায় সাত মাসের পর মোবাইল পেয়ে খুব খুশি পাশাপাশি আরেক মোবাইলের মালিককে জিজ্ঞাস করলে তিনি জানান গতকাল হীরাপুর থানা থেকে খবর আসে আপনি শনিবার সকালে থানায় আসুন,গিয়ে দেখি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ প্রশাসন তার হাতে মোবাইল ফোন তুলে দেন।মোবাইল পেয়ে তারা খুব খুশি ।পাশাপাশি এই উদ্যোগ কে সাধুবাদ জানান।

Post a Comment

0 Comments