Subscribe Us

বিজেপি কর্মীর দোকান ভাঙচুরের অভিযোগ উঠল বর্ধমানে

এক বিজেপি কর্মীর  দোকান ভাঙচুরের অভিযোগ উঠল বর্ধমানে। বর্ধমানের আঞ্জিরবাগান এলাকায় ঐ কর্মীর দোকান।সেখানে আজ সকালে ভাঙচুর চালায় কয়েকজন ব্যক্তি।তারা শাসকদলের কর্মী বলে অভিযোগ উঠেছে।

দোকানের কর্মচারি অধীর গুরুং জানান; লকডাউনের সময় থেকে সকালে শুধু চা বিক্রি হয়। এদিন যখন সে চা বানিয়ে দোকানে বসেছিল তখন কয়েকজন এসে চড়াও হয়। তারা নানারকম হুমকি দিতে থাকে। কর্মচারি জানতে পেরে তাকে ছেড়ে দেয়। 

কিন্তু দোকানের টিভি সেট ; সি সি টিভি সহ আসবাব ভাঙচুর করে। তার অভিযোগ এই মালিকের কিছু জায়গা নিয়ে দু পক্ষের বিরোধ চলছে। আজ পুলিশ এসে কিছু নির্মাণ করতে বারণ করে। তারপরে ওই লোকেরা লাঠিসোঁটা নিয়ে দোকানে ভাঙচুর করে।তার আরো অভিযোগ ; ওই মালিকের একছেলে বিজেপি করে। তাই তৃণমূল কংগ্রেসের মদতে এই কান্ড। 

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন; তারা ভোটের পর বিজেপির বাড়ি ছেড়ে চলে যাওয়া কর্মীদের বাড়ি ফিরিয়েছেন। তৃণমূল কংগ্রেস হিংসায় বিশ্বাস করে না। একাজ তাদের নয়।

Post a Comment

0 Comments