Subscribe Us

জাতীয় সড়কের ধার থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার

জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারের ঘটনায় করোনা আতঙ্ক ছড়ালো।বর্ধমান বোলপুর  ২ বি জাতীয় সড়কের ধারে  হাতবাঁধা অবস্থায়  মৃতদেহটি পড়ে থাকতে দেখা যায়।  মঙ্গলবার বিকেল নাগাদ দেহটি পড়ে ছিল  পূর্ববর্ধমানের আউশগ্রামের বড়াচৌমাথার কাছে।

মৃতদেহ দেখতে পাওয়ার পর স্থানীয়রা পুলিশকে খবর দেন। মৃতদেহের পড়নে ছিল সাদা পাঞ্জাবি ও সাদা পাজামা।উবু হয়ে দেহটি পড়ে ছিল।প্রথমে এলাকাবাসীর সন্দেহ হয় কোনও করোনা রোগীর দেহ। গুসকরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খুন করে দেহটি ফেলে যাওয়া হয়েছে। আনুমানিক ৪৮ - ৫০ বছর বয়সী ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মুখে আঘাতের চিহ্ন আছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Post a Comment

0 Comments