Subscribe Us

কয়লার ডিও র লিফটিং নিয়ে বচসা,বচসার জেরে বন্ধ ডিওর লিফটিং

সংবাদদাতা ,অন্ডাল:-  কয়লার ডিও র লিফটিং কে নেবে,? তার জেরেই দু পক্ষের বচসা আর বচসার জেরেই বন্ধ হয়ে রইল ডিওর লিফটিং এর কাজ । ঘটনাটি অন্ডালের বাঁকোলা এরিয়ায় শ্যামসুন্দরপুর কোলিয়ারির কন্টিনিউয়াস মাইনরের । 

এই কোলিয়ারিতে দীর্ঘ পাঁচ বছর ধরে ডিও র  কাজ করছেন এক ব্যক্তি । সেই ব্যক্তি স্থানীয় নন, বলে জানান স্থানীয় বাসিন্দারা ।স্থানীয় বাসিন্দা শেখ ডাব্লু ও জয়ন্ত রুইদাস রা অভিযোগ করেন যিনি কয়লার ডিও  কাজ  নিয়েছেন সেই ব্যক্তি ডিও র কাজ শুরু করার সময় তাদের সাথে স্থানীয় ছেলেদের কাজে লাগানোর কথা বলেছিলেন কিন্তু এতগুলো বছর পরেও কাজ পাইনি স্থানীয় ছেলেরা বলে অভিযোগ তাদের। 

তাই আজ স্থানীয় ছেলেরা কাজের দাবিতে খনি চত্বরে এসে কয়লার ডিও র  লিফটিংয়ের কাজ বন্ধ করে দেয়। এই ঘটনায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়লে উখরা ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । বিক্ষোভকারী স্থানীয়দের দাবি এবার থেকে এই খনিতে কয়লার ডিও র লিফটিংয়ের কাজ তাঁরাই করবেন। বাইরের লোকেদের করতে দেবেন না । প্রয়োজনে এই নিয়ে তারা আন্দোলন শুরু করবেন বলে জানান ।

Post a Comment

0 Comments