Subscribe Us

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পক্ষ থেকে করোনা মোকাবিলার কিট প্রদান করা হল

দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির তরফ থেকে এবার করোনা মোকাবিলায় নিজেদের সাধ্যমত কর্মসূচি গ্রহণ করা হলো। শুক্রবার তারা সিউড়ির ডাঃ শরদিশ রায় সেবা সদনে একটি অনুষ্ঠানের আয়োজন করেন। 

যে অনুষ্ঠানে তারা করোনা মোকাবিলায় কর্মরত রেড ভলেন্টিয়ার্স গ্রুপ এবং সহযোগী সংগঠনগুলোকে কোভিড ম্যানেজমেন্ট কিট প্রদান করলেন। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য রামচন্দ্র ডোম, গৌতম ঘোষ, ডাঃ স্বপন কুমার মন্ডল সহ অন্যান্যরা

Post a Comment

0 Comments