Subscribe Us

কোভিড জয়ী আঠারো দিনের শিশু

কোভিড জয়ী  আঠারো দিনের শিশু৷দেশজুড়ে  মৃত্যু মিছিলে ফুটফুটে শিশুটাই যেন আশার আলো।  ১০ দিন  ভেন্টিলেটরে থাকার পর অসম লড়াই জিতে ফিরল সে। জঞ্জাল সরিয়ে যে বিশ্বকে শিশুদের বাসযোগ্য করার কথা ছিল আমাদের, সেই কান্নার পৃথিবীতে নতুন করে বাঁচার আশা জাগালো একরত্তি৷ 

মাসখানেক আগে  রামপুরহাট রেফার হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আসে শিশুটি। তার বাড়ি মুর্শিদাবাদের নবগ্রামে৷ নিউরো সমস্যা নিয়ে তাকে শিশু বিভাগে ভর্তি করা হয়। তারপর থেকেই শিশুটির শ্বাসকষ্ট শুরু হয়। তিনদিন পর  শিশুটির কোভিড পরীক্ষা করানো হয়। 

রিপোর্ট পজিটিভ আসে। ধীরে ধীরে শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়। ফুসফুস ও হৃদপিন্ডে সংক্রমণ ছড়িয়ে পড়ে। তাকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। ১০দিন পর শিশুটি সুস্থ হয়। ৬ই মে ফের তার কোভিড রিপোর্ট করানো হয়। রিপোর্ট নেগেটিভ আসে। ফুসফুস ও হার্টের সংক্রমণও কেটে গিয়েছে। এখন সে শিশুবিভাগে চিকিৎসাধীন রয়েছে। নিউরো সমস্যার জন্য তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে হাসপাতালের সুপার স্পেশালিটি ইউং অনাময় হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 

হাসপাতাল জানাচ্ছে, শিশুরা কোভিড থেকে সেরে উঠছে,সেই নজির আছে। কিন্তু, এত ছোট বাচ্চা এবং অত্যন্ত জটিল অবস্থা থেকে সেরে উঠছে, এটা আমাদের কাছে বিরাট ব্যপার।শিশুটি এখন সুস্থ। নিউরো সমস্যা নিয়ে এরপর চিকিৎসা শুরু হবে। চিকিৎসক, নার্সিংস্টাফ সকলের চেষ্টায় এই কর্মকান্ড সফল হয়েছে।

Post a Comment

0 Comments