Subscribe Us

স্কুলের হোস্টেল ভিতর থেকে উদ্ধার হল তরুণ তরুণীর ঝুলন্ত পচা গলা মৃতদেহ

দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- স্কুলের হোস্টেল ভিতর থেকে উদ্ধার হল তরুণ তরুণীর ঝুলন্ত পচা গলা মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার মহুলা গ্রামে। মৃত তরুণ তরুণীর নাম প্রিয়া লেট(১৭) ও ষষ্ঠী লেট(১৯)। বৃহস্পতিবার সকাল থেকে দুজনেই নিখোঁজ ছিল। 

ওই গ্রামে রয়েছে মহুলা ভেলিয়ান উচ্চ বিদ্যালয়। স্কুলে রয়েছে একটি হোস্টেল। লকডাউনের কারণে স্কুল বন্ধ ছিল। তবে হোস্টেলের দোতলার ঘরের দরজা ছিল খোলা। সেখানেই ঢুকে তারা ফ্যানের সঙ্গে একটি ওড়নায় দুজনে ফাঁস নিয়ে সিলিং ফ্যানে ঝুলে যায়। শুক্রবার বিকেলে গ্রামের ছেলেরা স্কুলে খেলতে গিয়ে মৃতদেহ দুটি ঝুলতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে।

জানাগেছে দুজনার মধ্যে ভালোবাসার সম্পর্ক ছিল। প্রতিদিন মর্নিংওয়াক করত। বৃহস্পতিবারও সকালে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। বাড়ির লোক জানায় তারা ভেবেছিলো ওরা বিয়ে করে কাছে কোথাও আছে। শুক্রবার বিকেলে থানায় নিখোঁজ এর অভিযোগ জানানোর জানানোর জন্য গেলে। সেই সময় তাদের মৃত্যুর খবর পাই।

Post a Comment

0 Comments