Subscribe Us

দুই পাড়ার সংঘর্ষে উত্তেজনা অন্ডালের সিদুলিতে

সোমনাথ মুখার্জি, অণ্ডাল  :-  দুই পাড়ার সংঘর্ষে ধুন্ধুমার  অন্ডালের সিদুলি এলাকা ।  স্থানীয় সূত্রে জানা যায়  আজ সকালে সিদুলি রেল গেটের সামনে মহঃ সামিম (তোতো) এর সাথে স্বপন বাউরী (কোকা), রাহুল আঁকুড়িয়া, কৃষ্ণা ডোম,রানা বাউরী, মানা বাউরী এদের সাথে কথাকাটাকাঠি হতে হতে মারামারিতে পরিণত হয়। 

সূত্র মারফত জানা যায় কোকা বাউরী,বাউরী পাড়ায় খবর দেওয়া মাত্রই বাউরী পাড়ার ৫০-৬০ জন ডোমপাড়ায় ঢুকে দু একটা বাড়ি ভাঙচুর করে,ভাঙচুর করা হয় কয়েকটা টোটো তেও,বলে ডোমপাড়ার বাসিন্দাদের অভিযোগ। 

ভাঙচুরের সাথে সাথে বাড়িতে লুটপাটেরও অভিযোগ তোলে ডোমপাড়ার বাসিন্দারা।সেই ঘটনায় আশঙ্কা জনক ভাবে জখম হন মহঃ সফীক বলে জানা যায়  । এই ঘটনার জেরে আটক করা হয়েছে হয়েছে স্বপন বাউরী, মহঃ সামীম ও জব্বর নামে ব্যক্তিদের। এ ঘটনায়  বাউরী পাড়ারও পাঁচ ছয় জন হালকা জখম হয়েছে বলে জানা যায়।ঘটনাস্থলে উত্তেজনা থাকায় বসানো হয়েছে পিকেট।

Post a Comment

0 Comments