Subscribe Us

বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল উড ফসিল গ্যালারি

দিব্যেন্দু গোস্বামী,বীরভূম:- কোটি কোটি বছরের পুরোনো ফসিল জোগাড় করেই এবার বোলপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গড়ে তোলা হচ্ছে আস্ত একটি উড ফসিল গ্যালারি। বীরভূম জেলায় এই প্রথম কোন স্কুলে এই ধরনের ফসিল গ্যালারি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । শনিবার ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন জীবাশ্ম বিজ্ঞানী অধ্যাপক প্রয়াত বীরবল সাহনীর নামানুসারে ওই ফসিল  গ্যালারিটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল বিদ্যালয় প্রাঙ্গণে । আর  স্কুলের এই ধরনের উদ্যোগকে এক কথায় সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Post a Comment

0 Comments