Subscribe Us

বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক ব্যাক্তির,প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের


সোমনাথ মুখার্জী,অন্ডাল:- বালির গাড়িতে ধাক্কায় মৃত্যু হলো এক ব্যাক্তির। তারই প্রতিবাদে অন্ডালের হরিপুর এলাকায় প্রায় দেড় ঘণ্টা ৬০ নম্বর জাতীয় সড়ক পথ অবরোধ স্থানীয়দের। অবশেষে পুলিশের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অমিত কুমার লো।বয়স ৪৯ বছর। স্থানীয় ডোবরানা গ্রামের স্থায়ী বাসিন্দা। 

পরিবার সূত্রে খবর মৃত অমিত কুমারের হার্ডওয়ারের দোকান রয়েছে। সেই দোকানের পয়সা জমা দেওয়ার জন্য ব্যাংকে যাচ্ছিলেন। সেই সময় বেপরোয়া বালি বোঝাই লরি পিছন দিকে ধাক্কা মারে অমিত কুমারের স্কুটি গাড়িতে। ঘটনাস্থলে মৃত্যু হয় অমিত কুমারের লো এর। পুলিশ তড়িঘড়ি দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হসপিটালে পাঠিয়ে দেয়। এরপরই উত্তেজিত জনতা উপযুক্ত ক্ষতিপূরণ ও দোষীদের শাস্তির দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক প্রায় দেড় ঘণ্টা অবরোধ করেন। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ এসে স্থানীয়দের সাথে কথা বলে অবরোধ উঠিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Post a Comment

0 Comments