Subscribe Us

দুর্গা পুজোর আগে পুরোহিতদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল শক্তিগড়ে

নিজস্ব প্রতিনিধি,পূর্ব বর্ধমান:- দুর্গা পুজোর আগে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল পূর্ব বর্ধমানে।রবিবার বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের  উদ্যোগে পূর্ব বর্ধমানের শক্তিগড়ের পুতুণ্ডাগ্রামে একদিনের পুজো পাঠের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে  উপস্থিত ছিলেন  বর্ধমান সম্বিত আশ্রমের অধ্যক্ষ ব্রজকিঙ্কর চট্টোপাধ্যায়, সম্পাদক  সুকান্ত মুখার্জি, জেলা সনাতন ব্রাহ্মণ সংগঠনের সম্পাদক  রামজয় মুখার্জি ও  বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক। উদ্যোক্তারা জানান দুর্গা পুজো অনেক বড় বিষয়।সেখানে যাতে পুজো পাঠের ক্রিয়াকলাপ কোন সমস্যা না হয় তার জন্য এই আয়োজন ।

Post a Comment

0 Comments