Subscribe Us

আউশগ্রামের মৃত তৃণমূল নেতা চঞ্চল বক্সীর স্মৃতির উদ্দেশে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হলো রবিবার


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- চলতি মাসের গত ৭ই সেপ্টেম্বর বুদবুদের দেবসালা গ্রাম পঞ্চায়েত প্রধানের ছেলে তৃণমূল নেতা চঞ্চল বক্সী খুন হন দুষ্কৃতীদের হাতে।মৃত চঞ্চল বক্সীর আত্মার শান্তি কামনায় এবং তাকে শ্রদ্ধা জানিয়ে দেবসালা গ্রামে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করলেন দেবসালা গ্রামের আপনজন ক্লাবের সদস্যরা। 

ক্লাবের সদস্যরা জানিয়েছেন চঞ্চল বক্সী একদিকে আপনজন ক্লাবের সদস্য ছিলেন তার পাশাপাশি তিনি সমাজসেবার কাজ করতেন এবং সেবামূলক কাজে তার অত্যন্ত আগ্রহ ছিল এবং তিনি উদ্যোগ নিয়ে রক্তদান শিবির চক্ষু পরীক্ষা শিবির সহ নানান অনুষ্ঠান করতে নিজেই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে। তাই তার আত্মার শান্তি কামনায় এবং তার উদ্যোগ এবং তার স্বপ্ন গুলোকে বাঁচিয়ে রাখার জন্য। ক্লাবের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছেন যেখানে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।

পাশাপাশি এদিন কুড়ি জন দুস্থ মানুষকে চঞ্চল বক্সীর স্মৃতির উদ্দেশ্যে বস্ত্র প্রদান করা হয়। এছাড়াও এদিন দেবসালা প্রাথমিক বিদ্যালয় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করেন গ্রামের মানুষরা।যেখানে ২০০ জন মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন যেভাবে চঞ্চল বক্সী কে দুষ্কৃতীরা অত্যন্ত নিন্দনীয় এবং এই ঘটনার জন্য গ্রামের মানুষ শোকাহত।গ্রামবাসীরা চাইছেন এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে হানাহানি বন্ধ হোক তার বদলে চঞ্চল বক্সীর স্বপ্নকে পাথেয় করে নানান সেবামূলক কাজের মধ্যে দিয়ে সকলের মনের মধ্যে চঞ্চল বক্সী কে জীবিত করে রাখার উদ্দেশ্যেই এখন গ্রামের মানুষদের লক্ষ্য।

Post a Comment

0 Comments