Subscribe Us

টানা বৃষ্টির জেরে আহিরীটোলায় ভাঙল পুরানো বাড়ি


নিজস্ব প্রতিনিধি :- টানা বৃষ্টির জেরে বুধবার সকালে উত্তর কলকাতার ১০ নম্বর আহিরীটোলা স্ট্রিটের একটি বাড়ির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ৷ বুধবার  ভোরের দিকে স্থানীয়রা  কিছু ভেঙে পড়ার শব্দ পান৷ পরে স্থানীয় দোকানদাররা দেখতে পান ৷ তারাই পুলিশে খবর দেয় ৷স্থানীয় সূত্রে খবর, শিশু-সহ বেশ কয়েকজন আটকে পড়ে। উদ্ধারকাজে নামে পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী।ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।দু'জনের মধ্যে রয়েছে এক বছরের একটি শিশু ।

আহত  অবস্থায় ওই শিশু এবংএক  বৃদ্ধাকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানেই তাদের মৃত্যু হয় । এই ঘটনায় ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন আরও কয়েকজন । জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতার পুরনো বাড়িটি ভেঙে পড়ে । ওই বাড়িতে দুই শিশু সহ বেশ কয়েকজন আটকে পরে।উদ্ধারকারী দল ভেঙে পড়া চাঙড় কেটে আটকে পড়া মানুষদের বের করে আনার চেষ্টা করেন উদ্ধারকারীরা। 

জানাগেছে আটকে থাকা প্রত্যেককেই উদ্ধার করা হয়েছে ৷ আর কেউ আটকে আছেন কি না তা খুঁজে দেখছে দমকল বাহিনী ও ডিএমজির আধিকারিকরা।এলাকার বাসিন্দারাও উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। পরে ঘটনা স্থলে পৌরসভার আধিকারিকরা এসে বিপজ্জনক বাড়ির একাংশ ভেঙে ফেলে ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মন্ত্রী সুজিত বসু , শশী পাঁজা এবং ফিরহাদ হাকিম। 

Post a Comment

0 Comments