Subscribe Us

পিএসজি জার্সি গায়ে মেসির প্রথম গোলে পয়েন্ট তালিকার শীর্ষে পিএসজি

ওয়েবডেস্ক:- বার্সেলোনা ছেড়ে পিএসজিতে নাম লেখানোর পর কাল চতুর্থ ম্যাচটি খেলতে নেমেছিলেন মেসি। ফ্রেঞ্চ লিগে দুটি ম্যাচ খেলেছেন, চ্যাম্পিয়নস লিগে দুটি। নতুন ক্লাব বলেই হয়তো এই ম্যাচগুলোতে মেসি ঠিক নিজের মতো করে জ্বলে উঠতে পারেননি। তার পরও গোল পেয়ে যেতে পারতেন আগেই। ক্রসবার তাঁর সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল দুটি ম্যাচে। গোল কেন পাচ্ছেন না—এ নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছিল। কাল গোল পেয়ে সমালোচকদের আপাতত মুখ বন্ধ করতে পেরেছেন মেসি।

পিএসজি জার্সি গায়ে প্রথম গোলের দেখা পেলেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। হাটুর চোটের কারণে দুটি ম্যাচ খেলতে না পারলেও এই ম্যাচে জালে বল জড়াতে ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। ২-০ গোলে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে ৪ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএজসি।

খেলাশুরুর মাত্র ৮ মিনিটের মাথায় ইদ্রিসার গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথম গোলের ধাক্কা সামলে লাগাতার আগক্রমণে চালাতে থাকে ম্যান সিটি। ২৫ মিনিটের মধ্যেই দুইবার বারে লেগে ফিরে আসে বল। 

বিরতির পর ৫৪ মিনিটে ও ৬৫ মিনিটে নতুন সম্ভাবনা তৈরি করে  ব্রুইনা এবং নেইমার, যদিও সফল হননি কেউ। ম্যাচের ৭৪ মিনিটের মাথায় এমবাপ্পের সঙ্গে ওয়ান টু খেলে বক্সের বাইরে থেকে নিঁখুত শটে পিএসজির হয়ে প্রথম গোল করেন মেসি। দল এগিয়ে যায় ২-০ ব্যবধানে। । মেসি ভক্তরা যে জন্য অপেক্ষা করছিলেন, মাঠে এই মুহূর্তের জন্যই। শেষের দিকে আরও দুই-একবার আক্রমণ চালায় ম্যান সিটি।শেষ পর্যন্ত ২-০ গোলে জিতে মাঠ ছাড়ে প্যারিস সেস্ট। 'এ' গ্রুপে শুরুর ম্যাচে ক্লাব ব্রুজের সঙ্গে ড্র করেছিল পিএসজি। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে পিএসজি।

Post a Comment

0 Comments