Subscribe Us

ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ও মোবাইল উদ্ধার করে ফেরত দিল রেল পুলিশ


সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর:- শুক্রবার রাত্রি নাগাদ বর্ধমান থেকে ট্রেনে বাড়ি ফিরছিলেন পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার বাসিন্দা রাজকুমার দাস । পাণ্ডবেশ্বর স্টেশনে ট্রেন ঢুকে গেলেও সে বুঝতে পারে না কারণ তিনি ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম ভাঙতেই তিনি দেখেন ট্রেন পান্ডেভস্বর ছেড়ে চলে যাচ্ছে। তখনই তিনি ট্রেন থেকে নামার চেষ্টা করেন কিন্তু তিনি নামতে পারেননি ‌। হাতে থাকা ব্যাগ ও মোবাইল ফোন পড়ে যায় পাণ্ডবেশ্বর রেল স্টেশনে। 

পাণ্ডবেশ্বর স্টেশনে পরে থাকা ব্যাগ মোবাইল উদ্ধার করে পাণ্ডবেশ্বর রেল পুলিশ । উদ্ধার হওয়া মোবাইল ও ব্যাগ নিয়ে যায় তাদের ক্যাম্পে। উদ্ধার হওয়া মোবাইল থেকে বারবার ফোন আসতে থাকে । ফোন রিসিভ করে জানা যায় ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফোন পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার বাসিন্দা রাজকুমার দাসের। 

আরো পড়ুন:- 'গত দেড় বছরে ঘরে বসে কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে দাবা খেলার প্রবনতা অনেকগুন বেড়েছে' - গ্ৰান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়া 

চলন্ত ট্রেনে থাকা রাজকুমার দাস পাণ্ডবেশ্বর এর পরবর্তী স্টেশন ভীমগড়ে নেমে তারপর সে পাণ্ডবেশ্বর রেল পুলিশের ক্যাম্পে পৌঁছায় সঠিক পরিচয় দিয়ে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ও মোবাইল ফেরত পান। এদিন মোবাইল ও ব্যাগটি তুলে দেন পাণ্ডবেশ্বর রেল পুলিশের জিআরপির আধিকারিক এস আই ইশতিয়াক হোসেন। চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ব্যাগ ও মোবাইল পেয়ে খুশি পাণ্ডবেশ্বর ডিভিসি এলাকার বাসিন্দা রাজকুমার দাস।

Post a Comment

0 Comments