Subscribe Us

শুটিংয়ের মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

ওয়েবডেস্ক:- শুটিং এর ফাঁকে হটাৎ-ই অসুস্থ হয়ে পড়লেন খ্যাতনামা টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তড়িঘড়ি অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।শ্বেতা তিওয়ারির টিমের তরফে জানানো হয়েছে যে,বর্তমানে জনপ্রিয় রিয়ালিটি শো ‘খতরো কে খিলাড়ি’ সিজন ১১-এর প্রতিযোগী হিসেবেব শুটের জন্য সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ছিলেন শ্বেতা। 

ক্রমাগত ট্রাভেলের জন্যই অভিনেত্রীর এমন শারীরিক পরিস্থিতি। শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন অভিনেত্রী। পাশাপাশি তাঁর রক্তচ্চাপও অনেকটা কমে গিয়েছে। আর তাতেই অসুস্থ হয়ে পড়েন শ্বেতা।জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে অভিনেত্রী একটানা কাজ করে চলেছেন। যথাযথ বিশ্রামও পাননি শ্বেতা। 

এদিকে শ্বেতার অসুস্থতার খবর প্রকাশ্যে আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন অনুরাগীরা। উদ্বিগ্ন অনুরাগীদের আশ্বস্ত করে এও জানানো হয়েছে যে, খুব শিগগিরিই সুস্থ হয়ে শ্বেতা তিওয়ারি বাড়িতে ফিরবেন। 

Post a Comment

0 Comments