Subscribe Us

পূর্ব বর্ধমানের ভাতারে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল মাটির দোতলা বাড়ি,প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান:- সাতসকালে দোতলা মাটির বাড়ি ভেঙ্গে পড়ল হুড়মুড়িয়ে। অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়ির সদস্যরা।টানা বর্ষণের ফলে পূর্ব বর্ধমানের ভাতারের সেরুয়া গ্রামে একটি মাটির দোতলা  বাড়ি ভেঙে বৃহস্পতিবার সকালে।তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয় নি।  অল্পের জন্য প্রাণে বাঁচলেন বাড়িতে থাকা তিন ব্যক্তি।

 সেরুয়া গ্রামের বাসিন্দা আনসার কাজী তিনি থাকতেন তার স্ত্রী ও এক মেয়েকে নিয়ে। স্ত্রীর নাম সাগিনা বেগম, মেয়ের নাম বৃষ্টি খাতুন।সকালে ঘুম থেকে উঠে গৃহস্থের সমস্ত কাজকর্ম সেরে চা খাওয়ার সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই দোতালা মাটির বাড়ি টি।

অল্পের জন্য প্রাণে বেঁচে  যান তিনজন।রাতে দুর্ঘটনা ঘটলে  হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেত।হত প্রাণহানি। মাটিরআল দেওয়াল চাপা পড়ে বাড়িতে থাকা সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে যায়।তারা পাশের একটি চালা বাড়িতে এখন আশ্রয় নিয়েছেন।

খুবই অসহায় পরিবার সরকারের কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন গ্রামের মানুষজন।এ ঘটনায় ভাতারের সেরুয়া গ্রামের চাঞ্চল্য ছড়ায়।

Post a Comment

0 Comments