Subscribe Us

চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের সামনে

নিজস্ব প্রতিনিধি :- চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমানের জেলাশাসকের দপ্তরের সামনে। বিক্ষোভ শেষে তারা ডেপুটেশন দেন জেলাশাসকের কাছে।পশ্চিমবঙ্গ NSQF অর্থাৎ ন্যাশানাল স্কিল কোয়ালিফিকিশন এর পক্ষ থেকে সাত দফা দাবি নিয়ে শুক্রবার ডেপুটেশন দেওয়া হয়। 

বিক্ষোভকারীদের মধ্যে শিক্ষক শুভদীপ ভৌমিক জানান,সরকারি বিদ্যালয় গুলি এজেন্সির দ্বারা বেসরকারিকরণ করে দিতে চাইছে , টানা দেড় বছর ধরে করোনাকালে অনলাইনের মাধ্যমে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্র ছাত্রীদের অনলাইনের মাধ্যমে পড়ানোর ব্যবস্থা করেছে চুক্তি ভিত্তিক শিক্ষক শিক্ষিরা। কিম্তু  বর্তমানে রাজ্য সরকার বেতন দিচ্ছে না, এই অবস্থায় পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে।

এছাড়া পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত উন্নয়ন মূলক প্রকল্পগুলিও এই চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিকারায় তুলে ধরেছেন,অথচ আজ আমরা সকলেই রাস্তায়।

Post a Comment

0 Comments