Subscribe Us

অরুণাচল সীমান্তে ২০০ চিনা সেনাকে রুখল ভারত

প্রতীকী ছবি 

ওয়েবডেস্ক:-চীনা সৈন্যরা গত সপ্তাহে অরুণাচল প্রদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। ঘটনাটি ঘটেছে বুমলা এবং ইয়াংসি পাসের মধ্যে।  ভারতের  সৈন্যরা চীনের ঘৃণ্য প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় । অরুণাচলের সীমান্ত নিয়ে চিন এবং ভারতের মধ্যে বিবাদ রয়েছে। জানা গিয়েছে, এই ফেস-অফ বেশ কয়েক ঘণ্টা চলে। পরে স্থানীয় সামরিক কমান্ডার পর্যায়ে আলোচনার পর এই বিবাদ মেটানো হয়। তবে এই সংঘর্ষে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

জানা গিয়েছে, অরুণাচলপ্রদেশে প্রায় চিনা সেনার ২০০ জওয়ান প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় ভূখণ্ডের খুব কাছে এসে পড়ে। চিনা সেনাকে সীমান্ত অতিক্রম করে ভারতের মাটিতে ঢুকতে বাধা দেয় ভারতীয় সেনা। দুই দেশের সেনাবাহিনী মুখোমুখি হলেও সংঘর্ষ হয়নি। বরং আলোচনার মাধ্যমে মেটানো হয় বিবাদ।

প্রায় ১৯ মাস ধরে লাদাখ নিয়ে চিনের সঙ্গে বিবাদ রয়েছে ভারতের। মাঝে মাঝেই  দুই দেশের সেনার মধ্যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এছাড়াও গত ৩০ অগস্ট চিনা সেনা উত্তরাখণ্ডেও সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল। কিছু পরে অনু্প্রবেশকারী চিনা সেনা ভারত ছেড়ে চলে যায়। এরপর থেকেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। 

এই প্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘চিনের এহেন পদক্ষেপের ফলে ওই এলাকায় শান্তি বিঘ্নিত হচ্ছে। আমাদের আশা যে চিন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সমস্যাগুলির দ্রুত সমাধানের জন্য দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকলগুলি মেনে কাজ করবে।’

Post a Comment

0 Comments