Subscribe Us

কয়লা কাণ্ডে অভিযুক্ত জয়দেব মণ্ডলকে আজ ফের আদালতে তোলা হলে ৩ দিনের সি বি আই হেফাজতের নির্দেশ দেয় আদালত


নীলেশ দাস, আসানসোল:-শুক্রবার আসানসোল সিবিআই আদালতে পেশ করা হয় চারজন অভিযুক্তদের মধ্যে একজন জয়দেব মণ্ডল কে। কয়লা কাণ্ডে অনুপ মাজি ওরফে লালা'র চার সঙ্গীকে আসানসোলের সিবিআই আদালতে তোলা হয় গত সোমবার। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর জয়দেব মণ্ডল, নিরোদ মণ্ডল, নারায়ণ নন্দা এবং গুরুপদ মাজিকে গ্রেপ্তার করেছে সিবিআই। 

চারজনেরই বেআইনি কয়লার কারবারে যোগসুত্র ছিল বলে সিবিআই সুত্রে জানা গেছে। শুধু তাই নয় এই চারজন বেআইনি কয়লা কাণ্ডের কিং পিন অনুপ মাজি ওরফে লালার ঘনিষ্ট ছিল বলেও জানা গেছে। সিবিআই আদালতে উভয় তরফের সওয়াল জবাব শোনার পর বিচারক জয়শ্রী ব্যানার্জি অভিযুক্ত জয়দেব মণ্ডলের ১ অক্টোবর পর্যন্ত ও বাকি অভিযুক্তদের ৪ অক্টোবর পর্যন্ত  সিবিআই হেফাজতের নির্দেশ দেন আসানসোলের সিবিআই আদালত। 

তাই শুক্রবার আসানসোল সিবিআই আদালতে পেশ হয় করা চারজন অভিযুক্তদের মধ্যে একজন জয়দেব মণ্ডল কে। যদিও সেদিনের মত তাদেরকে দেখতে ভীড় জমা হয়নি। শুক্রবার আসানসোলের সি বি আই আদালতে তোলা হলে জয়দেব মণ্ডলকে আদালত তিন দিনের সি বি আই এর হেফাজতের নির্দেশ দেয়।

Post a Comment

0 Comments