Subscribe Us

দুর্গাপুরের গোপীনাথপুরের চড়ক তলায় কুমারী পূজা অনুষ্ঠিত হল

প্রতিনিধি,দুর্গাপুর:- দুর্গাপুরের গোপীনাথপুর এলাকার চড়ক তলায় দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার কুমারী পূজা অনুষ্ঠিত হলো। এদিন সকাল থেকেই কুমারী পুজো দেখার জন্য এলাকার মানুষ ভিড় জমান। দুর্গাপুরের গোপিনাথপুর সার্বজনীন দুর্গাপুজো এ বছর ৩৩ বছরে পদার্পণ করেছে।

সকাল থেকেই নিষ্ঠার সাথে এদিন পূজা-অর্চনা শুরু হয়। এদিন সগরভাঙা এলাকার বাসিন্দা বছর পাঁচ এর সানভি কর্মকারকে কুমারী পূজা করা হয়। পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন প্রতি বছর তাদের গ্রামে কুমারী পুজো দেখতে প্রচুর মানুষ ভিড় জমায়। তবে করোনার জন্য এবছর সাবধানতা অবলম্বন করে এই পুজোর আয়োজন করেছেন তারা। পাশাপাশি যে সমস্ত মানুষ এবছর কুমারী পুজো দেখতে আসছেন তাদের মাক্স পড়ে তবেই মণ্ডপে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে।

Post a Comment

0 Comments