Subscribe Us

২১ মাস বেতন না পাওয়ায় পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের কর্মীরা


নিজস্ব প্রতিনিধি :- ২১ মাস বেতন না পাওয়ায় বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসকের কাছে ডেপুটেশন দিলেন জাতীয় শিশু শ্রমিক প্রকল্পের কর্মীরা। পূর্ব বর্ধমান জেলার জাতীয় শিশু প্রকল্পের কর্মীদের দাবী, প্রকল্প চালু করার জন্য দিল্লিতে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হোক, পাশাপাশি বিতরণ ব্যবস্থায়ও দ্রুত চালু করা হোক, শুধু তাই নয় বিকল্প কর্মসংস্থান করা হোক।

এদিন সংগঠনের এক সদস্য জানান দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় আমাদের অবস্থা শোচনীয় হয়ে পড়েছে। আমরা চাই আমাদের এই দুরাবস্থার সুরাহা করা হোক।তারা জানান তাদের ইলেকট্রিক বিল দেওয়ার পয়সা নেই,গ্যাস কেনার পয়সা নেই এমন কি তাদের বাড়িতে অসুস্থ বাবা মা এর ওষুধ কেনার পয়সা পর্যন্ত নেই। তিনি আরও বলেন বেতন না নিয়ে যাবো না, কারণ বাড়ি গেলে খাবো কি যদি মরতে হয় জেলাশাসকের দপ্তরের সামনেই মরবো বলে হুঁশিয়ারি দেন তারা।তারা আরো জানান প্রায় ৯২ জন আছেন, যারা ২১ মাস ধরে বেতন পাচ্ছেন না ।

Post a Comment

0 Comments