Subscribe Us

কাঁকসার বসুধা আদিবাসী গ্রাম পরিদর্শন করলেন তৃণমূল নেতৃত্ব


তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শুক্রবার কাঁকসার বনকটি গ্রামপঞ্চায়েতের বসুধা আদিবাসী গ্রাম পরিদর্শন করেন পশ্চিম বর্ধমান জেলার যুব তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সদস্য সন্দীপ মহল,বনকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগ্দি,তৃণমূলের হিন্দি প্রকোস্ট সংগঠনের ব্লক সভাপতি কুলদীপ সিং, তৃণমূল নেতা ভলু বিশ্বকর্মা,হিরণময় ব্যানার্জি,উজ্জ্বল মল্লিক সহ অন্যান্যরা।

জেলা যুব কমিটির সদস্য সন্দীপ মহল জানিয়েছেন তিনি এবং বনকটি গ্রাম পঞ্চায়েত প্রধান পিন্টু বাগদি বসুধা আদিবাসী গ্রামগুলি পরিদর্শন করেছেন।যে সমস্ত বাড়িগুলি গত কয়েকদিনের ভারী বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্থ হয়েছে সেই সমস্ত বাড়িগুলি দেখে তাদের নাম নথিভুক্ত করা হয়। যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যাতে দ্রুত বাড়ি তৈরি করার ব্যবস্থা হয়। তার উদ্যোগ নেওয়া হবে।

এলকার প্রায় ৫০জন মানুষের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হয়েছে।কাঁকসা বনকটি গ্রাম পঞ্চায়েতের প্রধান পিন্টু বাগদি জানিয়েছেন আদিবাসী পরিবার গুলির পাশে তারা সর্বদা রয়েছেন। যে সমস্ত বাড়িগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের দ্রুত বাড়ি তৈরির ব্যবস্থার জন্য তিনি উদ্যোগ নেবেন।

Post a Comment

0 Comments