Subscribe Us

বোনাস ও রাস্তা মেরামতের দাবিতে পাণ্ডবেশ্বরে ইসিএলের খোলামুখ খনির সামনে বিক্ষোভ তৃণমূলের


সোমনাথ মুখার্জী, পান্ডবেস্বর:-  খনিতে কর্মরত বেসরকারি কর্মচারীদের অবিলম্বে বোনাস ও  এলাকার রাস্তা মেরামতের দাবিতে ইসিএলের পাণ্ডবেশ্বরে ডালুরবাধ খোলামুখ খনি বন্ধ করে বিক্ষোভ তৃণমূলের।

মঙ্গলবার সকাল থেকে পাণ্ডবেশ্বরের ডালুরবাধ খোলামুখ খনির পরিবহন সহ খনির কাজ বন্ধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস কর্মীরা। ডালুরবাধ খোলামুখ খনিতে যেসব বেসরকারি শ্রমিক রয়েছে তাদের পুজোর আগে বোনাস দিতে হবে। এছাড়াও পাণ্ডবেশ্বর কেন্দ্রা অঞ্চল এলাকায় জলের সমস্যা ও খারাপ রাস্তা মেরামতের কাজ শুরু করতে অবিলম্বে না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয় তৃণমূল নেতা সন্তোষ পাসোয়ান। 

এই ঘটনার জেরে মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৩ ঘন্টা খনির কাজ বন্ধ থাকে। পরে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা।

Post a Comment

0 Comments